তিনজন মোটা বন্ধু ছিল—রফিক, সোহেল, আর মনির। এরা তিনজন মিলে একদিন সিদ্ধান্ত নিলো ত

তিনজন মোটা বন্ধু ছিল—রফিক, সোহেল, আর মনির। এরা তিনজন মিলে একদিন সিদ্ধান্ত নিলো তারা একসাথে ডায়েট শুরু করবে। প্রথম দিন তারা সবাই জিমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জিমে গিয়ে প্রথমেই তারা ট্রেডমিলে উঠল। রফিক বলল, "দেখি কে বেশি সময় দৌড়াতে পারে!" সোহেল বলল, "দৌড়াতে দৌড়াতে আমি তো ছিপছিপে হয়ে যাব!" মনির বলল, "তাহলে আমি ছিপছিপে হয়ে প্রথমে তোমাদের জন্য কেক আনব!" তারা দৌড়ানো শুরু করল। দুই মিনিট পরে রফিক ক্লান্ত হয়ে ট্রেডমিল থেকে নামল, আর হাসতে হাসতে বলল, "ডায়েট করার চেয়ে তো আমি খেয়ে মরে যাই ভালো!" সোহেল আর মনির তখনও দৌড়াচ্ছিল। সোহেল হঠাৎ হোঁচট খেয়ে ট্রেডমিল থেকে পড়ে গেল। মনির দৌড়াতে দৌড়াতে হেসে উঠল, আর বলল, "তুই তাড়াতাড়ি কেক আনতে গেছিস নাকি?" তারা তিনজনই হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি করতে লাগল। শেষমেশ, তারা সিদ্ধান্ত নিলো ডায়েট আর জিম তাদের জন্য নয়—চলো বরং কাছের মিষ্টির দোকানে গিয়ে কিছু খেয়ে আসি!
كلمة التلميح
نسخ
তিনজন মোটা বন্ধু ছিল—রফিক
,
সোহেল
,
আর মনির। এরা তিনজন মিলে একদিন সিদ্ধান্ত নিলো তারা একসাথে ডায়েট শুরু করবে। প্রথম দিন তারা সবাই জিমে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
জিমে গিয়ে প্রথমেই তারা ট্রেডমিলে উঠল। রফিক বলল
,
"দেখি কে বেশি সময় দৌড়াতে পারে
!
" সোহেল বলল
,
"দৌড়াতে দৌড়াতে আমি তো ছিপছিপে হয়ে যাব
!
" মনির বলল
,
"তাহলে আমি ছিপছিপে হয়ে প্রথমে তোমাদের জন্য কেক আনব
!
"
তারা দৌড়ানো শুরু করল। দুই মিনিট পরে রফিক ক্লান্ত হয়ে ট্রেডমিল থেকে নামল
,
আর হাসতে হাসতে বলল
,
"ডায়েট করার চেয়ে তো আমি খেয়ে মরে যাই ভালো
!
" সোহেল আর মনির তখনও দৌড়াচ্ছিল। সোহেল হঠাৎ হোঁচট খেয়ে ট্রেডমিল থেকে পড়ে গেল। মনির দৌড়াতে দৌড়াতে হেসে উঠল
,
আর বলল
,
"তুই তাড়াতাড়ি কেক আনতে গেছিস নাকি
?
"
তারা তিনজনই হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি করতে লাগল। শেষমেশ
,
তারা সিদ্ধান্ত নিলো ডায়েট আর জিম তাদের জন্য নয়—চলো বরং কাছের মিষ্টির দোকানে গিয়ে কিছু খেয়ে আসি
!
معلومات
Checkpoint & LoRA

Checkpoint
SeaArt Infinity
#أنمي
#SeaArt Infinity
0 تعليق
1
0
0