A close up of a woman sitting on a rug with a plant in the background

Prompts
Copy
এসো আজ আমরা অত্যন্ত মজার একটা গল্প শুনি। Grammar গ্রামের গর্বিত গ্রাম্য গৃহস্থপরিবারের গৌরবময় গল্প। সুখ-সমৃদ্ধ সম্পন্ন সংসারটির সহজ সরল সদস্যরা সবাই সদা স্ফুর্তিময় এবং স্বতন্ত্রভাবে সংগঠিত
,
সকল সময়ই সুশৃঙ্খলাপরায়ণ
,
সুদীর্ঘ সময় সমভাবে সমাজের সকলের সমাচার সংবাদ সংগ্রহ ও সম্পাদনে সর্বদাই সমানে সপ্রতিভ।
পরিবারটির কর্তা হচ্ছেন Subject বাবু এবং Predicate তার গিন্নী। তারা বিশ্বখ্যাত English Linguistic পরিবারের বংশধর। তাদের সুন্দরভাবে সাজানো গোছানো বাড়িটির নাম হল "Sentence পরিবার"। তাদের আটজন ছেলেমেয়ে। পরিবারটি বেশ বড়ো। সকলেই খুবই প্রাণচঞ্চল ও কর্মকুশল।
Noun
,
Pronoun
,
Verb
,
Preposition
,
Conjunction
,
Interjection -এই ছয় পুত্র আর দুই কন্যা - Adjective এবং Adverb
,
অর্থাৎ মোট আট ভাই-বোন এই পরিবারেই (Sentence পরিবার) বাবা-মায়ের সাথে থাকে। গ্রামের মানুষ এই আট ভাই-বোনদেরকে একসাথে "Parts of speech" বলে ডাকে।
তাদের পূর্বপুরুষ Laxicon বাবু বেঁচে থাকতে পরিবারের সবার জন্য ব্যক্তিগত কাজের নির্দেশনামা তৈরি করে গেছেন
,
যেখানে প্রত্যেক সদস্যকে তাদের নিজ নিজ দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে একসঙ্গে কাজ করে পরিবারটিকে সুন্দর আকার দিতে এবং সুসামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনা নির্মাণ করতে সদাই তৎপর। তবে তাদের কাজকর্ম সবার এক নয়
;
প্রত্যেকের কাজকর্ম বেশ interesting এবং মজার।
দুই বোন Adjective এবং Adverb -এর দারুণ মিল
,
তারা দুজনেই মনের মতো করে সাজাতে ভালোবাসে। ছোটোবোন Adjective ছোটো হলেও তার দায়িত্ব বেশ বড়ো। সে তাদের বড়দা Noun ও মেজদা Pronoun-কে সামনে থেকে সাজায়
;
আবার তাদের পিছনে গোয়েন্দাগিরি করে। তাদের দোষ-গুণ (-অবস্থা-সংখ্যা-পরিমাণ) লিখে রাখে। এসব করেই ছোট বোন Adjective-এর দিন কাটে। এই সব কাজে তার দুই বন্ধু Determiner ও Article সামনে দাঁড়িয়ে আগে ভাগেই তাদের ছোট্টো বান্ধবী Adjective-কে সাহায্য করে।
বড়বোন Adverb-এর অনেক দায়িত্ব। সে বড়দা Noun ও মেজদা Pronoun-কে কখনোই বিরক্ত করে না। সেজদা Verb-কে সে খুব ভালোবাসে। সে তাকে খুব যত্ন করে সাজিয়ে দেয়। সাথে সাথে ছোটবোন Adjective-কেও সাজিয়ে দেয়
,
কারণ সে ছোটো হওয়ায় নিজে নিজে সাজতে পারে না। বড়োবোন Adverb আবার নিজে নিজেকে সাজায়
;
এছাড়া অন্য 3 দাদা - ন'দা Preposition
,
ফুলদা Conjunction
,
ছোড়দা Interjection-কেও মাঝে মাঝে সাজায়
INFO
Checkpoint & LoRA

Checkpoint
epiCRealism
#Realistic
#Openlegs
#Photography
0 comment
0
0
0