আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়


আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। আশা করি সবার ভালো লাগবে। এই গল্পটির ঘটনা ঘটেছিলো প্রায় ২৫-৩০ বছর আগে... আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে, তিনি প্রতিদিায় ১০ কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না আর এখন কার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না তাই খালু হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, আর এভাবে কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মত একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলো, তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিলো তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন ভালো দেখা যাচ্ছে না, খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেটে হেটে বাড়ি যাচ্ছিলো। রাত তখন বেশি হয়নাই কিন্তু শীতের রাত তাই কেউ বাইরে নেই, মাঝে মাঝে দূর থেকে শিয়াল এর করুন সুর ভেসে আসছে। হটাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারনে সে ভালো করে দেখতে পেলো না তবে ওঠা যে সাদা কিছু হবে তা বুঝতে পারলো। সে ভয় না পেয়ে সামনের দিকে হাটতে লাগলো কিন্তু কাফনের লাশ টা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিস টা কি তা দেখবে। কোনো মানুষ নাকি
Prompts
Prompts kopieren
আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। আশা করি সবার ভালো লাগবে।
এই গল্পটির ঘটনা ঘটেছিলো প্রায় ২৫-৩০ বছর আগে
...
আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে
,
তিনি প্রতিদিায় ১০ কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না আর এখন কার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না তাই খালু হেঁটে শহরে কাজে যেত।
আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত
,
আর এভাবে কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মত একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলো
,
তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিলো তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন ভালো দেখা যাচ্ছে না
,
খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেটে হেটে বাড়ি যাচ্ছিলো। রাত তখন বেশি হয়নাই কিন্তু শীতের রাত তাই কেউ বাইরে নেই
,
মাঝে মাঝে দূর থেকে শিয়াল এর করুন সুর ভেসে আসছে।
হটাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে
,
কিন্তু ঘন কুয়াশার কারনে সে ভালো করে দেখতে পেলো না তবে ওঠা যে সাদা কিছু হবে তা বুঝতে পারলো। সে ভয় না পেয়ে সামনের দিকে হাটতে লাগলো কিন্তু কাফনের লাশ টা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিস টা কি তা দেখবে। কোনো মানুষ নাকি
Info
Checkpoint & LoRA

Checkpoint
AbsoluteRealIndian
#Realistisch
#Kleidung
0 Kommentar(e)
0
0
0