চে গেভারা, যার পুরো নাম আর্নেস্টো গেভারা, ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোজারিও

Generation Data
Records
Prompts
Copy
চে গেভারা
,
যার পুরো নাম আর্নেস্টো গেভারা
,
১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। মেডিকেল স্টুডেন্ট হিসেবে তাঁর পড়াশোনা শুরু হলেও
,
তিনি ধীরে ধীরে রাজনীতির প্রতি আকৃষ্ট হন। ১৯৫০ সালে মোটরসাইকেলে দক্ষিণ আমেরিকার ভ্রমণকালে তিনি অঞ্চলের দারিদ্র্য ও অবিচার দেখেন এবং মার্কসবাদে প্রভাবিত হন।
কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে তিনি বিপ্লবে যোগ দেন এবং ১৯৫৯ সালে কিউবান বিপ্লবের সফলতার পর গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক পদে অধিষ্ঠিত হন। পরে
,
তিনি আফ্রিকা ও লাতিন আমেরিকায় বিপ্লব ছড়ানোর চেষ্টা করেন। ১৯৬৭ সালের ৯ অক্টোবর
,
বলিভিয়ায় তিনি মার্কিন সমর্থিত বলিভিয়ান সেনাবাহিনীর হাতে ধরা পড়ে মৃত্যুবরণ করেন।
চে গেভারা বিশ্বজুড়ে বিপ্লব ও সমতার প্রতীক হিসেবে পরিচিত।
INFO
Checkpoint & LoRA

Checkpoint
AbsoluteRealIndian
#Realistic
#Photography
0 comment
0
0
0