### অপেক্ষার প্রহর শহরের কোণে একটি ছোট্ট ঘর, যার একটি জানালায় রোজ সকালে আলো এসে

### অপেক্ষার প্রহর শহরের কোণে একটি ছোট্ট ঘর, যার একটি জানালায় রোজ সকালে আলো এসে পড়ে। সেখানে বাস করে রফিক, এক বেকার যুবক। প্রতিদিনের প্রথম আলোয় সে উঠে বসে, নতুন দিনের আশায়। রফিকের চোখে স্বপ্ন, তার শক্ত হাতে কাজের প্রতীক্ষা। কিন্তু চাকরি পাওয়া যেন সোনার হরিণ। রফিকের পিতা, মফিজুর রহমান, একসময় গ্রামের সবচেয়ে সম্মানিত শিক্ষক ছিলেন। এখন বয়সের ভারে ন্যুব্জ, তবু তার চোখে ভরসা আর আশার আলো। মায়ের, মমতাজ বেগমের, হাতের রান্নায় ছিল সবার প্রশংসা। এখন সেই হাত রফিকের মাথায় শূন্যতার আশীর্বাদ বয়ে আনে। একদিন রফিক ভাবল, "কিছু তো করতেই হবে। শুধু অপেক্ষা করে বসে থাকলে চলবে না।" সে একটি ছোট চায়ের দোকান খুলল। প্রথমদিন তেমন কোনো বিক্রি হয়নি। কিন্তু সে হতাশ হয়নি। হাসিমুখে গ্রাহকদের অভ্যর্থনা জানিয়ে দিন পার করল। গ্রামের লোকেরা দেখল, রফিক চেষ্টা করছে। তারা তাকে সাহায্য করতে এগিয়ে এল। একসময় তার দোকানে লোকের ভিড় বাড়তে লাগল। গ্রামের ছেলেমেয়েরা বিকেলে তার দোকানে এসে গল্প করত, চা খেত। রফিকের দোকানটি হয়ে উঠল গ্রামের মানুষের মিলনস্থল। এভাবে দিন গড়াতে থাকল। রফিক দেখল, ছোট্ট উদ্যোগও কত বড় পরিবর্তন আনতে পারে। তার দোকান থেকে যা আয় হতো, তা দিয়ে সে পরিবারকে সহযোগিতা করতে পারত। মফিজুর রহমানের চোখে ভরসার আলো আবারও জ্বলে উঠল। মমতাজ বেগমের মুখে হাসি ফুটল। রফিকের জীবন থেকে শিক্ষা পাওয়া যায় যে, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, আশা ও পরিশ্রম কখনও বৃথা যায় না। মানবতাবাদী এই গল্পে রফিক প্রমাণ করল, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই জীবনে সফলতার চাবিকাঠি। জীবন যতই কঠিন হোক না কেন, কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়।
Generation Data
Registro
Prompts
Copiar prompts
### অপেক্ষার প্রহর
শহরের কোণে একটি ছোট্ট ঘর
,
যার একটি জানালায় রোজ সকালে আলো এসে পড়ে। সেখানে বাস করে রফিক
,
এক বেকার যুবক। প্রতিদিনের প্রথম আলোয় সে উঠে বসে
,
নতুন দিনের আশায়। রফিকের চোখে স্বপ্ন
,
তার শক্ত হাতে কাজের প্রতীক্ষা। কিন্তু চাকরি পাওয়া যেন সোনার হরিণ।
রফিকের পিতা
,
মফিজুর রহমান
,
একসময় গ্রামের সবচেয়ে সম্মানিত শিক্ষক ছিলেন। এখন বয়সের ভারে ন্যুব্জ
,
তবু তার চোখে ভরসা আর আশার আলো। মায়ের
,
মমতাজ বেগমের
,
হাতের রান্নায় ছিল সবার প্রশংসা। এখন সেই হাত রফিকের মাথায় শূন্যতার আশীর্বাদ বয়ে আনে।
একদিন রফিক ভাবল
,
"কিছু তো করতেই হবে। শুধু অপেক্ষা করে বসে থাকলে চলবে না।" সে একটি ছোট চায়ের দোকান খুলল। প্রথমদিন তেমন কোনো বিক্রি হয়নি। কিন্তু সে হতাশ হয়নি। হাসিমুখে গ্রাহকদের অভ্যর্থনা জানিয়ে দিন পার করল।
গ্রামের লোকেরা দেখল
,
রফিক চেষ্টা করছে। তারা তাকে সাহায্য করতে এগিয়ে এল। একসময় তার দোকানে লোকের ভিড় বাড়তে লাগল। গ্রামের ছেলেমেয়েরা বিকেলে তার দোকানে এসে গল্প করত
,
চা খেত। রফিকের দোকানটি হয়ে উঠল গ্রামের মানুষের মিলনস্থল।
এভাবে দিন গড়াতে থাকল। রফিক দেখল
,
ছোট্ট উদ্যোগও কত বড় পরিবর্তন আনতে পারে। তার দোকান থেকে যা আয় হতো
,
তা দিয়ে সে পরিবারকে সহযোগিতা করতে পারত। মফিজুর রহমানের চোখে ভরসার আলো আবারও জ্বলে উঠল। মমতাজ বেগমের মুখে হাসি ফুটল।
রফিকের জীবন থেকে শিক্ষা পাওয়া যায় যে
,
জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক
,
আশা ও পরিশ্রম কখনও বৃথা যায় না। মানবতাবাদী এই গল্পে রফিক প্রমাণ করল
,
আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই জীবনে সফলতার চাবিকাঠি। জীবন যতই কঠিন হোক না কেন
,
কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়।
INFO
Checkpoint & LoRA

Checkpoint
CyberRealistic
#Realista
#Homem
comentário(s)
0
0
0