সকালের সূর্যের আলোয়, মনে লাগে আনন্দের ঢেউ, তোমার হাসির মায়ায়

Generation Data
Запись
Подсказки
Копировать подсказки
সকালের সূর্যের আলোয়
,
মনে লাগে আনন্দের ঢেউ
,
তোমার হাসির মায়ায়
,
সব কিছুই লাগে নতুন কিছু।
(প্রারম্ভিক সুর)
আনন্দের এই মুহূর্ত
,
ভাসিয়ে নিয়ে যাক দূরে
,
তোমার সাথে কাটানো সময়
,
মনে রাখবে চিরদিন।
(দ্বিতীয় স্তবক)
বৃষ্টির ফোঁটা পড়ে
,
রঙিন ধরণীর বুকে
,
তোমার সাথে সেই মধুর সময়
,
ভুলবো না কোনোদিন এ সুখে।
(প্রারম্ভিক সুর)
আনন্দের এই মুহূর্ত
,
ভাসিয়ে নিয়ে যাক দূরে
,
তোমার সাথে কাটানো সময়
,
মনে রাখবে চিরদিন।
(সেতু)
তোমার সাথে কাটানো সময়
,
জীবনটাকে করে রঙিন
,
তুমি আছো পাশে যখন
,
সব কিছুই লাগে মধুর সুরে বিন্দুরূপিণী।
(তৃতীয় স্তবক)
আনন্দের এই ক্ষণগুলো
,
মনে রাখবো চিরকাল
,
তোমার সাথে থাকা এই সময়
,
আমার জীবনের সেরা রূপে ভাবাল।
(প্রারম্ভিক সুর)
আনন্দের এই মুহূর্ত
,
ভাসিয়ে নিয়ে যাক দূরে
,
তোমার সাথে কাটানো সময়
,
মনে রাখবে চিরদিন।
Информация
Checkpoint & LoRA

Checkpoint
Realistic Vision V6.0 B1
#Реалистичный
#Кимоно
0 комментариев
0
0
0