টানা কয়েকদিন ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে খাগড়াছড়ির প্রায় বহু গ্রাম ও এলাক


টানা কয়েকদিন ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে খাগড়াছড়ির প্রায় বহু গ্রাম ও এলাকা।দু-মাসের ব্যবধানে তিন তিনবার বন্যার ফলে খাগড়াছড়ি লোকজন বর্তমানে অসহায় জীবন যাপন করছে।জমিতে চাষ করা ফল ও শাকসবজি গুলো দুই এক দিন পানির নিচে থাকাই পচে নষ্ট হয়ে গেছে। এর ফলে খাগড়াছড়িতে খাদ্যের সংকট ও দেখা গেছে। খাগড়াছড়ি সদর, উপজেলা ও গ্রামসহ যে এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে আনুমানিক ঘড়বাড়ির সংখ্যা প্রায় ১০ হাজারের উপরে এবং মোট বন্যা কবলিত লোক সংখ্যা দুই থেকে তিন লাখ। বৃষ্টির ফলে পাহাড় ধস, চেংঙ্গী, কাঁচালং ও মাইনি নদীর পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি- সাজেকসহ অন্যত্র যাওয়ার যান চলাচল রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।এতে ঘুরতে আসা সাজেকে আটকা পড়েছে প্রায় ২৫০ জন পর্যটক।
كلمة التلميح
نسخ
টানা কয়েকদিন ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে খাগড়াছড়ির প্রায় বহু গ্রাম ও এলাকা।দু-মাসের ব্যবধানে তিন তিনবার বন্যার ফলে খাগড়াছড়ি লোকজন বর্তমানে অসহায় জীবন যাপন করছে।জমিতে চাষ করা ফল ও শাকসবজি গুলো দুই এক দিন পানির নিচে থাকাই পচে নষ্ট হয়ে গেছে। এর ফলে খাগড়াছড়িতে খাদ্যের সংকট ও দেখা গেছে।
খাগড়াছড়ি সদর
,
উপজেলা ও গ্রামসহ যে এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে আনুমানিক ঘড়বাড়ির সংখ্যা প্রায় ১০ হাজারের উপরে এবং মোট বন্যা কবলিত লোক সংখ্যা দুই থেকে তিন লাখ।
বৃষ্টির ফলে পাহাড় ধস
,
চেংঙ্গী
,
কাঁচালং ও মাইনি নদীর পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি- সাজেকসহ অন্যত্র যাওয়ার
যান চলাচল রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।এতে ঘুরতে আসা সাজেকে আটকা পড়েছে প্রায় ২৫০ জন পর্যটক।
معلومات
Checkpoint & LoRA

Checkpoint
SeaArt Infinity
#واقعي
#التصوير الفوتوغرافي
#SeaArt Infinity
0 تعليق
0
2
0